হালের জনপ্রিয় নায়িকা পরীমনির বিয়ে হয়েছিল নাকি হয় নাই ? এ প্রশ্ন এখন চলচ্চিত্রাঙ্গণের সর্বত্র। অনিক আব্রাহামের দাবি কি সঠিক নাকি ভিত্তিহীন ? তাহলে ছবিগুলো................... হাজারো প্রশ্ন। এর এই প্রশ্নে উত্তর একমাত্র পরীমণিই দিতে পারবে।অনিক আব্রাহামের দাবি, পরীমণি তার বন্ধু ইসমাইলের স্ত্রী। তিনি কিছু ছবি শেয়ার করে লিখেন, ‘আমার বন্ধু ইসমাইল আর তার ওয়াইফ সৃতি মনি যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি, এক সময় ভোলা সদরেই থাকতো তার জামাই বাড়িতে, তারপর তার নেশা
গেলো অর্থ আর লোভ- লালসার দিকে, যার জন্য আমার সহজ-সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করলো না, যাই হোক ছবিগুলো দেখে পুরনো দিনের কথা মনে পরে গেল তাই সবার সাথে একটু সেয়ার করলাম।’
এখন এই ছবিগুলো দেখে পাঠকই বিচার করবেন, পরীমনির বিয়ে নিয়ে অনিক আব্রাহামের দাবি সঠিক বা যৌক্তিক কিনা।
এদিকে পরীমনি বলেছেন, ছেলেটি তার আত্নীয় (কাজিন)।
পরীমনি আরোও বলেন, এরকম ছবি আমার হাজার জনের সাথে আছে। তার এ কথা থেকে কী বোঝা যায়, তা বোধকরি পাঠকদের বুঝতে বাকি থাকে না।
Comments