বিচ্ছেদ নয় সেপারেশনে আছি: তাহসিন


'আমাদের বিচ্ছেদ এখনো হয়নি। খবরটি মিথ্যা।  তবে দুজন সেপারেশনে আছি।'  নাট্যনির্মাতা ওয়াহিদ আনামের সাথে বিচ্ছেদের গুঞ্জন প্রসঙ্গে এমনটাই জানালেন অভিনেত্রী তাহসিন।অনলাইন পত্রিকা বাংলামেইল এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।রেদওয়ান রনি তত্ত্বাবধানে নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘অ্যারেঞ্জড ম্যারেজ’ এ অভিনয়ের মধ্য দিয়ে ৩ বছর পর আবার
পর্দায় ফিরলেন এই লাক্স তারকা।

ক্যামেরার সামনে ফেরার অনুভূতি
এই অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম। খুবই আনন্দ লাগছে। আবার কিছুটা নার্ভাসও। দর্শকরা আমাকে কিভাবে নেবে এটাও একটা ভাববার বিষয়। আর তিনবছর অভিনয়টা চর্চা না করলে আমার তো একটু প্রবলেম হওয়ার কথায়। তবে আশা করি ওভারকাম করতে পারবো।

ফিরতে আপনাকে অনুপ্রানিত করলো কারা?
রেদোয়ান রনি ভাইয়ের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল। আর মিডিয়ার বন্ধুরা প্রায় বলতো তোমার লাইফের প্রবলেমগুলো তো শেষ এবার কাজ স্ট্রাট করো। মূলত মিডিয়ার বন্ধুদের অনুপ্রেরণায় আমার ফিরে আসা।

তিন বছরে ইন্ডাস্ট্রির কি কি পরিবর্তন দেখছেন?
অনেক পরিবর্তন হয়েছে। ক্যামেরার কাজ থেকে শুরু করে কস্টিউম পর্যন্ত সবকিছুই অনেক উন্নত হয়েছে। বছর তিনেক আগে যখন করেছিলাম তখন কাজগুলো এলোমেলো ছিল তা না কিন্তু এখন টেকনোলজি মানুষকে অনেক হেল্প করছে। এখনকার নাটকগুলো খুব দ্রুত দর্শকদের কাছে যায়।

এখন কি কি কাজ করছেন?
স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যারেঞ্জড ম্যারেজ’ করছি আপাতত। এছাড়া আরো কয়েকটি নাটক ও টিভিসির অফার আসছে। ব্যাটে বলে মিলে গেলে করবো।

নেক্সট প্ল্যান
আপাতত ছোটপর্দায় কাজ করতে চাই। নিজের জায়গাটা তৈরী করতে পারলে বড়পর্দায় নাম লেখাবো।

আগ্রহ
যে কোন ধরনের সিনেমা করতে চাচ্ছি। গল্পে আমার অ্যাক্টিংয়ের জায়গাটা থাকলেই হলো।

Comments