১৪ মার্চ বাংলাদেশের সীমান্ত ও ভারতের জয়দেবের পরিচালনায় যৌথভাবে শুরু হতে যাচ্ছে ‘শিকারী’র শুটিং। এতে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। শুটিংয়ের আগে ৭ মার্চ ছবিটির মহরত
অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়।
অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়।
এ উপলক্ষে একদিনের জন্য ঢাকার আসছেন শ্রাবন্তী। শাকিব খানের যৌথ প্রযোজনায় প্রথম ছবির শুটিং শুরুর আগেই শোনা যাচ্ছে আরেক ছবির খরব। এক সাথে নাকি দুইটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন শাকিব। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে নির্মিত হবে ছবি দুইটি।
‘শিকারী’র শুটিং শেষ হলে এ বছর মাঝামাঝি সময়ে নাম ঠিক না হওয়া আরেকটি ছবির শুটিংও শুরু হবে। তবে নতুন এই ছবিতে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। এরইমধ্যে নাম ঠিক না হওয়া এই ছবিটির লোকেশন দেখার কাজ চলছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
এ সম্পর্কে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘সৈকত নাসিরের পরিচালনায় আরেকটি ছবিতে শাকিব অভিনয় করবে এমনই কথা হয়েছে। এখন এতোটুকুই বলতে পারি রোমান্টিক অ্যাকশন ধাঁচের একটি গল্প রেডি হচ্ছে। গল্পটি লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। এর বেশি কিন্তু এখনো কিছুই চূড়ান্ত হয়নি। হলে সবাই জানতে পারবেন।’
Comments