দুর্ঘটনায় নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর অকাল মৃত্যু, তারকাদের শোক


নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু আর নেই। সোমবার দুপুরে মাথায় গাছ পড়ে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দুপুরের ধানমন্ডির বাসা থেকে রিকশাযোগে কাজে যাচ্ছিলেন মিঠু। পথিমধ্যে ধানমন্ডি ৪ নাম্বার রোডের গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে তার রিক্সার উপর হঠৎ করেই একটি গাছ ভেঙ্গে পড়ে। এতে গুরুতর আহত হন মিঠু। তবে হাসপাতালের জরুরী বিভাগে নেয়ার আগেই তার মুত্যু হয়। প্রাথমিকভাবে গণস্বাস্থনগর হাসপাতালে নেয়া হলেও তাকে পরবর্তিতে ল্যাবএইড হাসপাতালেও নেয়া হয়। সেখানেও ডাক্তাররা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

সুবর্ণা মুস্তাফা 
এটা কোন কথা হলো? সবাইকে যেতে হবে সত্য, তাই বলে এভাবে? কিছুতেই মানতে পারছিনা। এতো দ্রুত তোমার আত্মার শান্তি কামনা করতে হবে মিঠু, এটা কোন কথা হলো?

চয়নিকা চৌধুরী
কি হচ্ছে এই সব? যার সঙ্গে কথা হলো যে আজ আমার শুটিংয়ে আসবে। মজা করে বললেন বন্ধু আমি তো আর ডিরেকশন দিই না নাটকে। তোমার সেটে আসবো। দেখবো আর আড্ডা দেবো। সেই খালিদ মিঠু ভাই আর নেই। না ফেরার দেশে চলে গেছেন একটু আগে। হায়রে! সব ভালো কাছের মানুষগুলো কেন চলে যাই? জীবন এতো ছোট কেন? এই ভূবনে?

ইমন সাহা
গ্রেট ফিল্ম ডিরেক্টর খালিদ মিঠু ভাই আজ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। তার সঙ্গে স্মরণীয় কিছু স্মৃতি ছিলো আমার। তার সর্বশেষ চলচ্চিত্র ‘জোনাকির আলো’তে কাজ করার সুযোগ হয়েছিল। তার আত্মার শান্তি কামনা করছি। 

আবু শাহেদ ইমন
আমি বেইজিং-এ থাকার কারনে গত কয়েকদিন ফেসবুক থেকে মোটামুটি 'ডুব' অবস্থায় আছি। কিন্তু খালিদ মাহমুদ মিঠু ভাই মারা গেছেন (ইন্নাল্লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সংবাদটি বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। শিরোপা (মিঠু ভাইয়ের কন্যা) ও মিঠু ভাইয়ের সাথে তারেক ভাইয়ের বাসায় বসে 'রানওয়ে' সিনেমা-র স্ক্রিনিং দেখতে গিয়ে প্রথম সরাসরি পরিচয়। এরপর মাঝে মধ্যে চ্যানেল আই-তে দেখা হয়েছে। সদা হাস্যজ্জল মানুষটি এইভাবে চলে যাবেন এটা সত্যি দুঃখজনক। আমি উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মনে প্রাণে প্রার্থণা করছি উনার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠবার শক্তি পায়।

মৌসুমী নাগ 
আপনার আত্মা শান্তি পাক,খালিদ মিঠু ভাই। কিছুতেই বিশ্বাস করতে পারছিনা।

কল্যাণ কোরাইয়া 
আমাদের ভালোবাসা কখনোই বিলীন হবে না। আমরা প্রতিদিনই পাশাপাশি হাঁটি। কেউ কাউকে দেখিনা কিন্তু পাশেই আছি। আপনি সবসময় আমার গাইডলাইন দিয়েছেন। আপনি আমার হৃদয়ের গহীনে আছেন। ভালোবাসি খালিদ মিঠু ভাই। 

নওশীন নাহরিন মৌ
কিছুতেই বিশ্বাস করতে পারছিনা খালিদ মিঠু ভাই। কিছুতেই বিশ্বাস করতে পারছিনা তুমি আর নেই। আমাকে অনুপ্রানিত করার জন্য সবসময় মিস করবো আপনাকে। শর্তহীনভাবে আপনাকে মিস করবো। আপনি আমার মেন্টর, বড় ভাই। আপনার আত্মা শান্তি পাক।

বিদ্যা সিনহা মীম 
মিঠু ভাই আর নেই-এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিনা। এটি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি। তার পরিবারের জন্য সমবেদনা রইল।

সুত্র: বাংলামেইল২৪ডটকম

Comments